দৈনিক ‘ঢাকা প্রতিদিনের’ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি ডিইউজের

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার সংগঠনটির সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন যৌথ বিবৃতি দিয়ে এই দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, যদি জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ডিইউজের নেতারা বলেছেন, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা প্রতিদিনের ছাপাখানা পরিবর্তনের বিষয়টি চিঠি দিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে জানানো হয়।

অথচ অদৃশ্য কারণে পত্রিকাটির কর্তৃপক্ষকে না জানিয়ে ছাপাখানা পরিবর্তন করার অভিযোগে পত্রিকাটির নিবন্ধন বাতিল করা হয়েছে।একটি প্রতিষ্ঠিত পত্রিকার নিবন্ধন বাতিল করার পেছনে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা অসৎ মহলের দুরভিসন্ধি রয়েছে বলে মনে করছেন ডিইউজের নেতারা।