জাবিতে প্রথমার বইমেলা শুরু, চলবে আরও পাঁচ দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমার বইমেলায় বই দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনেছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় ও প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই মেলা শুরু হয়েছে। বিকেল চারটায় মিলনায়তনের সেমিনার কক্ষে মেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মনিরুল হাসান খান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, বাংলা বিভাগের শিক্ষক মামুন অর রশীদ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষক হামীম কামরুল হক, ত্রৈমাসিক প্রতিচিন্তার নির্বাহী সম্পাদক ফারুক ওয়াসিফ, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাবেদ হুসেন, প্রথম আলোর সাহিত্য সম্পাদক আলতাফ শাহনেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে উন্নতি করছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম দেখতে পাব। কিন্তু আমরা যদি বই না পড়ি, আমার হৃদয়টা যদি কোমল না হয়, আলোকিত না হয়, তাহলে আমরা ভয়ংকর সমাজে পরিণত হব।’ তিনি বলেন, সবচেয়ে সুন্দর মানুষ হচ্ছেন তিনি, যাঁর হাতে বই থাকে। মানুষ তাঁকেই বেশি পছন্দ করেন, যাঁর হাতে বই থাকে।

এ কে এম শাহনেওয়াজ বলেন, বই সহজলভ্য হলে বা হাতের কাছে বই থাকলে মানুষের জ্ঞানপিপাসা বাড়ে। এ ধরনের বইমেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সম্পর্কিত হতে, নতুন নতুন জ্ঞানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে।

এম এ আজিজ বলেন, প্রথমা প্রকাশন বই লেখা থেকে শুরু করে পাঠকের হাতে তুলে দেওয়া পর্যন্ত যেসব স্তর পার করে, তা বাংলাদেশের বই প্রকাশের ধারায় অনন্য। প্রথমা সব সময়ই সেরা পাণ্ডুলিপি নিয়ে সেরা সম্পাদনার মাধ্যমে বই বের করে। ফলে প্রথমার বই প্রায় নিখুঁত ও মানসম্মত হয়ে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান মাহমুদ সম্রাট। এ সময় বন্ধুসভার সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকেরা জানান, আগামী শনিবার পর্যন্ত ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ভারতীয় বই ১ রুপি সমান দেড় টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা হারে বিক্রি হবে।