গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলম।

গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয় হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করে আসা মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হলো। আর এপিবিএনের ডিআইজি মো. মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হলো।

উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলম
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই আদেশ ৩১ মে (গতকাল) থেকে কার্যকর হওয়ার কথা প্রজ্ঞাপনে বলা হয়।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম। তাঁর বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগ দেন।

গত বছরের মে মাসে ডিআইজি পদে পদোন্নতি পান মাহবুব আলম। এরপর তাঁকে এপিবিএনের ডিআইজি করা হয়।

এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে মাহবুব আলম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার ছিলেন। তিনি তাঁর কর্মজীবনে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিদেশে মিশনসহ গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন।