এক বিভাগীয় কমিশনার ও পাঁচ অতিরিক্ত কমিশনার পদে পরিবর্তন
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি মাসে চার বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন আনা হলো।
সোমবার আলাদা এক প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব জসিম উদ্দিনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথকে খুলনা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হেলাল হোসেনকে খুলনা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২ জুলাই পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়াকে ময়মনসিংহ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলীকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ৬ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দেয় সরকার।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েক দিন ধরে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। বিভাগীয় কমিশনারের পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পরিবর্তন আনা হচ্ছে।