‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার নিন্দা মহিলা পরিষদের

বাংলাদেশ মহিলা পরিষদ

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহাল রাখার দাবিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে দাঁড়ানো আদিবাসী শিক্ষার্থীদের ওপর গ্রাফিতি রাখার বিপক্ষে থাকা ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠন হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতসহ তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানাচ্ছে পরিষদ।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ সম্প্রতি বিভিন্ন স্থানে সংগঠিত বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।

আরও পড়ুন