বিইআরসির তিন সদস্য পদত্যাগ করেছেন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা হলেন মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান।
আজ বৃহস্পতিবার তাঁরা পদত্যাগপত্র দাখিল করেছেন, যা ৩০ আগস্ট থেকে কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এর আগে ২০ আগস্ট রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এরপর ২২ আগস্ট চেয়ারম্যান নিযুক্ত হন জালাল আহমেদ।