সময়ের মুখ

সাপ দেখলে মায়া লাগে

সোহরাব হোসেন (৪২) ব্যবসায়ী। তবে কোথাও সাপ দেখা গেলে ডাক পড়ে তাঁর। ছুটে যান তিনি, সাপের ভয় থেকে মানুষকে রক্ষা করেন, সাপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেন তিনি। কাজটি করেন সম্পূর্ণ বিনা মূল্যে, নিজের টাকা খরচ করে। ফেনীর সোনাগাজী পৌরসভার সোহরাব হোসেনের সাক্ষাৎকার নিয়েছেন সুহাদা আফরিন

সোহরাব হোসেন
প্রশ্ন:

সাপ ধরতে ভয় লাগে না?

সোহরাব হোসেন: তেমন একটা না। বিষাক্ত সাপে একটু ভয় লাগে। তারপরও চেষ্টা করি মানুষের উপকার করার।

প্রশ্ন:

সাপ ধরার আগ্রহ কীভাবে হলো?

সোহরাব: আমি গ্রামের ছেলে। বিষহীন সাপ ধরার অভিজ্ঞতা ছোটবেলায় হয়েছে। বড় হয়ে টেলিভিশনে সাপ ধরার অনুষ্ঠান দেখেছি। ইউটিউব ও ফেসবুকে সাপ নিয়ে অনুষ্ঠান দেখেছি। বিভিন্ন লেখা পড়েছি। কোন সাপ বিষধর, কোন সাপ বিষহীন—এসব জেনেছি।

প্রশ্ন:

কবে থেকে সাপ ধরা শুরু করেন?

সোহরাব: সাত-আট বছর হবে সাপ ধরছি। শুরুতে ছোটখাটো সাপ ধরতাম। পরে বিষধর সাপও ধরা শুরু করি।

প্রশ্ন:

এখন পর্যন্ত কয়টি সাপ ধরেছেন?

সোহরাব: ৫০-৬০টি হবে।

প্রশ্ন:

সাপ ধরে কী করেন?

সোহরাব: জঙ্গল, জনমানবহীন জায়গা অথবা খালের পাশে ছেড়ে দিই। মানুষকে বলি কেউ যাতে সাপ না মারে।

প্রশ্ন:

সাপ ধরা নিয়ে কী ধরনের অভিজ্ঞতা হয়?

সোহরাব: একটি বলি, ৮-৯ মাস আগে একবার খবর পেলাম, আমার এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এক বাসায় বড় একটা সাপ ধরা পড়েছে। গিয়ে দেখি, সেটাকে মানুষ মেরে আহত করে ফেলেছে। আমি সাপটাকে আরেকজনের সহযোগিতায় ফেটে যাওয়া জায়গাটি সেলাই করে ছেড়ে দিই।

প্রশ্ন:

সাপ নিয়ে মানুষের কী মনোভাব দেখেন?

সোহরাব: মানুষ ভয় পায়। মেরে ফেলতে চায়। কিন্তু সাপ দেখলে আমার মায়া লাগে। আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। শঙ্খিনী নামে একটা সাপ নিয়ে মানুষের নানা কুসংস্কার আছে। মানুষকে বোঝাই যেন সাপটি না মারে। ফেসবুকেও লাইভ করি সচেতন করার জন্য।

প্রশ্ন:

মানুষ আগে সাপ দেখলে সাপুড়েকে খবর দিত। এখন সাপুড়ে আছে?

সোহরাব: সাপুড়ে এলাকায় নেই।

প্রশ্ন:

আপনি কী ব্যবসা করেন?

সোহরাব: আমি কেব্‌ল নেটওয়ার্কের (ডিশ) ব্যবসা করি।

প্রশ্ন:

পড়াশোনা কত দূর করেছিলেন?

সোহরাব: একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলাম। শেষ করতে পারিনি।

প্রশ্ন:

পরিবারে কে কে আছেন?

সোহরাব: মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে।

প্রশ্ন:

সাপ ধরার বিষয়টি পরিবার কী চোখে দেখে?

সোহরাব: শুরুতে কিছুটা অপছন্দ করত। তাদের বুঝিয়েছি।

প্রশ্ন:

এলাকার মানুষ কী বলে?

সোহরাব: এলাকার মানুষ পছন্দ করে। তাদের কাছে আমার মোবাইল নম্বর আছে। কেউ যদি বিপদে পড়ে, তখন আমাকে খবর দেয়।

প্রশ্ন:

শুধু নিজের গ্রাম, নাকি দূরদূরান্ত থেকেও ডাক পড়ে?

সোহরাব: প্রথম দিকে আমাদের গ্রাম থেকেই ডাক আসত। এখন বিভিন্ন এলাকায় আমার নাম ছড়িয়ে পড়েছে। সেসব জায়গা থেকেও ডাক পাই।

প্রশ্ন:

সাপ ধরার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান?

সোহরাব: অবশ্যই। আমি এ কাজটা পছন্দ করে করি। আরও শিখতে চাই।

প্রশ্ন:

সাপ ধরার আধুনিক নানা সরঞ্জাম আছে। আপনার কি সেগুলো আছে?

সোহরাব: নেই। আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি।