রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম আরও জোরদার করা হবে
দুস্থ মানুষের কল্যাণে রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডেপুটি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা। গতকাল সোমবার রাজধানী ঢাকায় একটি হোটেলে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোটারি বাংলাদেশসহ বিশ্বব্যাপী দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রোটারির সাবেক গভর্নর গোলাম মোস্তফা, রোটারিয়ান রকিব সরদার, ওমর শরিফ, নুরুন্নেসা বেগম, আশীষ কুমার দাস প্রমুখ। বক্তারা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা দারিদ্র্য বিমোচন, বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং গ্রামাঞ্চলের জন্য বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা কার্যক্রমে রোটারির পাশে এসে দাঁড়ান।
অনুষ্ঠানে পাবলিক ইমেজ সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারিয়ান আবুল খায়ের চৌধুরীকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। রোটারি নেতারা অনুষ্ঠানে দুস্থ নারীদের জন্য সেলাই মেশিন, এতিমখানার জন্য বিশেষ সাহায্য এবং অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদান করেন। বিজ্ঞপ্তি