রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের পরিবেশ নষ্ট করতে আইনজীবী ফোরামের আন্দোলন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের পরিবেশ নষ্ট করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আন্দোলন করছেন। তাঁরা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বিনষ্টের চেষ্টা করছেন।

সোমবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ওনার (বিচারপতি) পুরো বক্তব্য শুনতে হবে। উনি কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন, সেটি বুঝতে হবে। উনি বলেছেন, “আমরা সংবিধানের সংরক্ষক। আমরা আইনের হেফাজতকারী। আমরা সংবিধানের এই দায়িত্বটা নিই।”’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে চেতনা নিয়ে সংবিধান রচিত হয়েছে, সেই মুক্তিযুদ্ধের পরিপন্থী হলে, সেটা আদালত দেখবেন। পঞ্চম সংশোধনী, যেটা সামরিক ফরমানের মাধ্যমে পরিবর্তন হয়েছিল, সেটা কিন্তু আমাদের আদালত বাতিল করে দেন। ওনার (বিচারপতি) কথা কি সঠিক হলো না? সুপ্রিম কোর্টকে বলা হয়, সংবিধানের রক্ষক।’

১৭ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আপিল বিভাগের একজন বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল বলেছেন, আইনজীবী ফোরামের নেতারা আপিল বিভাগের দুই বিচারপতি সম্পর্কে কটূক্তি করে আদালত অবমাননা করেছেন।