যতটুকু দেওয়া সম্ভব, ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব: উপদেষ্টা রিজওয়ানা হাসান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তাঁর পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
আরেক উপদেষ্টা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক কতখানি সুন্দর করে গুছিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেটিই তাদের বিবেচনায় থাকবে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭ জন। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথের পর সৈয়দা রিজওয়ানা হাসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘আমি সব সময়ই দায়িত্ব পালনরত ছিলাম। এখনো দায়িত্ব পালনরত আছি। এখনকার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় একটি শপথ নিতে হয়েছে। আর এর আগে নিজের বিবেকের কাছে শপথ নিয়েছিলাম। শপথও ছিল, দায়িত্বও ছিল। আগে যেমন ছিলাম, সে রকমই থাকব। আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘অনেক কাজ তো, দেখা যাক কতখানি সুন্দর করে গুছিয়ে করতে পারি। এত আত্মত্যাগ, জুলাই ম্যাসাকারের পর কঠিন দায়িত্ব।’