বিচারকের সই জাল করে ভুয়া আদেশ, আদালতের বেঞ্চ সহকারী গ্রেপ্তার
বিচারকের সই জাল করে ভুয়া আদেশ তৈরির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিএমএম আদালতের সাঁটমুদ্রাক্ষরিক নুরে আলম বাদী হয়ে গত বুধবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। বৃহস্পতিবার খন্দকার মোজাম্মেল হককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন।
মামলার এজাহার ও রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর সই জাল করে ভুয়া আদেশনামা তৈরি করেন খন্দকার মোজাম্মেল। ২০১৪ সালের ২৪ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গত ৯ ও ২১ মার্চ পৃথক ভুয়া আদেশ তৈরি করেন তিনি। তাঁর তৈরি ভুয়া আদেশে এক আসামি অব্যাহতি পান। এ ছাড়া গত বছরের নভেম্বরে যাত্রাবাড়ী থানায় করা আরেক মামলায় গত ৪ এপ্রিল ভুয়া আদেশ তৈরি করেন তিনি। আসামিপক্ষের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া আদেশ তৈরি করেন খন্দকার মোজাম্মেল হক