জরিপ জাহাজ কেনার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

গভীর সমুদ্রে গবেষণা এবং তেল–গ্যাস অনুসন্ধানের জন্য সিসমিক জরিপ করার ক্ষমতাসম্পন্ন ১০০ মিটার দৈর্ঘ্যের একটি গবেষণা জাহাজ কিনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুনীল অর্থনীতির দ্বার উন্মোচন ও সমুদ্র গবেষণার কাজ চালু রাখতে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ৩২ মিটার দৈর্ঘ্যের ১টি ছোট গবেষণা জাহাজ এবং ২টি ৭ দশমিক ৬২ মিটার দৈর্ঘ্যের স্পিডবোট বিশেষায়িত জলযান হিসেবে ক্রয়ের লক্ষ্যে অতি দ্রুত অর্থ বিভাগের সম্মতি নিতে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এই কিট সব ধরনের ভেরিয়েন্ট (আলফা, বিটা, গামা, অমিক্রন ইত্যাদি) শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার খরচ ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যাবে।

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খান, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ ও হাবিবা রহমান খান বৈঠকে অংশ নেন।