যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ঢাকায় আসছেন
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ১৬ অক্টোবর বাংলাদেশে আসছেন। তিন দিনের এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ সফরের সময় আফরিন আক্তারের ১৭ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গত মে মাসে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করে তার বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আফরিন আক্তার দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন।
চলতি বছরে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে গত মে মাসে তিনি বাংলাদেশে এসেছিলেন।