ডেঙ্গুতে একজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ১০১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ৯৭ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। চলতি বছরে এক দিনে এটিই ছিল সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন এবং ঢাকার বাইরে ৫৬ জন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৮১ জন এবং ৬৯৫ জন ঢাকার বাইরের।
ডেঙ্গুতে গত মে মাসে দেশে দুজনের মৃত্যু হয়েছিল। আর জুনের এক সপ্তাহ না পেরোতেই মৃতের সংখ্যা হলো চারজন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।
এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।