এক প্রার্থীর সমর্থকের মাথা ফাটালেন আরেক প্রার্থীর সমর্থকেরা

আজ বেলা একটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক প্রার্থীর সমর্থকের মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষের লোকজনপ্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজের একজন সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন রুমানা আক্তারের সমর্থকেরা। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান (২০)। তিনি মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোহাম্মদ ফোরকান শাফায়েত আজিজের (ঘোড়া) সমর্থক। তিনি সকাল থেকে সড়কের ওপর চেয়ার–টেবিল বসিয়ে কেন্দ্রে যাওয়ার পথে ভোটারদের সিরিয়াল নম্বর দিচ্ছিলেন। বেলা একটার দিকে চেয়ারম্যান প্রার্থী রুমানা আক্তারের (আনারস) সমর্থকেরা গিয়ে তাঁর চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীদের সরিয়ে দেন।

চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ বলেন, বিভিন্ন কেন্দ্রে তাঁর সমর্থকদের ওপর হামলা হয়েছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। তবে হামলার ঘটনা শোনেননি বলে দাবি করেন অপর প্রার্থী রুমানা আক্তার।

এ বিষয়ে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজিজ উদ্দিন বলেন, এটা কেন্দ্রের বাইরের বিচ্ছিন্ন ঘটনা। তবে এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।