ন্যাম ভবনের বাসাভাড়া বাড়ানোর সুপারিশ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের বাসার ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
ঢাকায় ন্যাম সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে নব্বইয়ের দশকের শেষ দিকে ন্যাম ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, নাখালপাড়া ও মিরপুরে বেশ কয়েকটি ভবন করা হয়েছিল। পরে অষ্টম জাতীয় সংসদে (২০০–২০০৬) মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনগুলোর ফ্ল্যাটগুলো সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাদ্দের বিপরীতে সংসদ সদস্যদের কাছ থেকে নামমাত্র ভাড়া নেওয়া হয়। ন্যাম ভবনে বড় বাসার (১ হাজার ৮৫০ বর্গফুট) ভাড়া ৬০০ টাকা, ছোট বাসার (১ হাজার ২৫০ বর্গফুট) ভাড়া ৪০০ টাকা। নাখালপাড়ার ন্যাম ভবনের ফ্ল্যাটগুলোর ভাড়া ১ হাজার ২০০ টাকা করে।
সংসদ কমিটির বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত বড় ফ্ল্যাটগুলোর ভাড়া তিন হাজার টাকা এবং ছোটগুলোর ভাড়া দুই হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ভবনগুলোর (ন্যাম ভবন) ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস এম শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান অংশ নেন।