ইউএস–বাংলার বহরে যুক্ত হলো অষ্টম বোয়িং উড়োজাহাজ

ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ
ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে আরও একটি বোয়িং উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে আটটি বোয়িং উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যুক্ত হলো। অষ্টম বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি আজ শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িংসহ মোট ১৮টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

নতুন সংযুক্ত হওয়া বোয়িং উড়োজাহাজটি কুয়েত থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে ১৮৯টি আসন রয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা এয়ারলাইনস।