সামান্য টুঁ শব্দেও সরকারের ঘুম হারাম হয়ে যাচ্ছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশাহারা হয়ে গেছে। সামান্য টুঁ শব্দেও তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সংগঠনটি এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, ফেসবুকে ছেলের স্ট্যাটাসের জের ধরে একজন মাকে গ্রেপ্তার এবং মতপ্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিচারের দাবি তোলা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী কাজের উদাহরণ।

রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছে।
নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে গত রোববার খুলনায় আনিছা সিদ্দিকসহ (৪৫) জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নারীর যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলের অভিযোগ, ফেসবুকে তিনি (ছেলে) একটি পোস্ট দিয়েছিলেন। এর জেরেই তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিয়েছেন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাঁর বিচার চেয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, এ ঘটনা দুটি সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুন্ডামি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ জারি করেছে।
সংগঠনটি বলেছে, রাষ্ট্রীয় কিংবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানই সরকারের ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারে না। সংগঠনটি তাদের চলমান এক দফা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে।

প্রবাসীর মাকে গ্রেপ্তারের নিন্দা

এদিকে যুক্তরাষ্ট্রপ্রবাসীর মা আনিছা সিদ্দিককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩৬ প্রবাসী। তাঁরা বিবৃতিতে বলেছেন, মতপ্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা যুক্তরাষ্ট্রপ্রবাসীর ফেসবুক পোস্টের জেরে তাঁর নানার বাড়িতে গিয়ে হামলা করেছে। এরপর পুলিশ তাঁর মাকে গ্রেপ্তার করে। তাঁরা আনিছা সিদ্দিকসহ তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য দুজনের মুক্তির দাবি জানান।