নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ করতে চাইছে ইসি

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক একটি অ্যাপ তৈরির চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকও হয়েছে। তবে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অ্যাপটি কেমন হতে পারে, তার একটি রূপরেখা বৈঠকে উপস্থাপন করা হয়। তাতে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম–ঠিকানা, হলফনামায় দেওয়া তথ্য, ভোট কেন্দ্রসংক্রান্ত তথ্য, ভোটার–সংক্রান্ত তথ্য, ফলাফল–সংক্রান্ত তথ্য ইত্যাদি এখানে রাখা যায়। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে অ্যাপে কিছু তথ্য থাকবে শুধু ইসির নির্ধারিত ব্যক্তিদের জন্য; যেমন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম ও মুঠোফোন নম্বর, আইনশৃঙ্খলা পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদন। এগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে না।

ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠকে অ্যাপ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। তবে কমিশন এটি চূড়ান্ত করেনি। কিছু বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।