এসএসসিতে মাইলস্টোন কলেজের সাফল্য

মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯ দশমিক ৭৪। ঢাকা, ২৮ জুলাইছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৪। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৮ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৩৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১ জন।

অপর দিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বিভাগে উত্তীর্ণ হয়েছে ২০৯ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার বিষয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জহিরুল হক বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে মাইলস্টোন কলেজ কোনো আপস করে না। প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল করার আসল নিয়ামক শিক্ষার্থীরা। এখানে শিক্ষকেরা যেমন পাঠদানে আন্তরিক তেমনি অভিভাবকদের ভূমিকাও রয়েছে।