বিদ্যুৎ–সংযোগ ফিরে পেয়েছে ৯৯ শতাংশ গ্রাহক

রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। হোয়ানক এলাকা, মহেশখালী, কক্সবাজারফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। চার দিনের মাথায় ৯৯ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি এক শতাংশ গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে বেশি সময় লাগছে। তবে দ্রুত তাঁদের সংযোগ ফেরাতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় কাজ করছে বিদ্যুৎ বিতরণ সংস্থা।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, আজ দুপুর ১২টার পর দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৯ লাখ ২২ হাজার ৪৯৫টি সংযোগ বিচ্ছিন্ন ছিল। সন্ধ্যার মধ্যে এর একটি অংশের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে।

দ্রুত বিদ্যুৎ–সংযোগ ফেরাতে আরইবির ঠিকাদার ও নিজস্ব জনবল মিলে ২১ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন। ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে আরইবির। দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে আরইবি।

ঢাকার বাইরে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করে শতভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ সুবিধা ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ।