মোটরসাইকেল চুরির মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আবার চুরি
মোটরসাইকেল চুরির মামলায় আদালতে হাজিরা দেন তাঁরা। ফেরার পথে আদালত চত্বর বা আশপাশের এলাকা থেকে আবার মোটরসাইকেল চুরি করেন। পরে সেগুলো বিক্রি করে দেন। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মেরিনার্স রোড এলাকা ও কুমিল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. রিপন, আবদুল কাদের ও সজিবুল ইসলাম। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে রিপনকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
ওসি জাহিদুল কবির আরও বলেন, রিপনের বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লায় মোটরসাইকেল চুরির আটটি মামলা রয়েছে। চট্টগ্রামের মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিশেষ চাবি দিয়ে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন তিনি। আবদুল কাদের ও সজিবুলের বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। তাঁরাও আদালতে হাজিরা শেষে ফেরার পথে চুরি করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ১৩টি মোটরসাইকেলের মধ্যে চট্টগ্রাম আদালতে দায়িত্বরত এক পুলিশ সদস্যের মোটরসাইকেলও রয়েছে। আদালত চত্বরে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, আদালত ভবনের নিচতলায় হাজতখানার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছেন রিপন। এ সময় আশপাশে পুলিশ সদস্যরা ছিলেন। কিন্তু চুরির বিষয়টি ধরতে পারেননি তাঁরা।