‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’–এ মুগ্ধ দর্শক-শ্রোতা
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিছু মৌলিক গানের খোঁজে সম্প্রতি ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামে একটি মিউজিক্যাল শোর আয়োজন করা হয়। বেশ কয়েক দিন রিহার্সেলের পর আমন্ত্রিত অতিথিদের নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়ার সঞ্চালনায় লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে মিউজিক্যাল শো ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ পরিবেশিত হয়।
মূলত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে বর্তমান সময়ে মৌলিক গানের ধারাকে উৎসাহিত করা ও বাংলা গানের উত্তরোত্তর সমৃদ্ধি সাধনের মহতী লক্ষ্য সামনে রেখে এই অনুষ্ঠান প্রচারিত হয়। প্রতিটি মিউজিক্যাল শোতে ভিন্ন ভিন্ন সংগীতশিল্পী, গীতিকার কিংবা ব্যান্ডের মূল গানের প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর এবারের অতিথি ছিলেন সংগীতশিল্পী রাশিদ খান। রাশিদ খানের কথা ও সুরে মোট ছয়টি গান পরিবেশিত হয়। এর মধ্যে পাঁচটি গান রাশিদ খান পরিবেশন করেন ও একটি গান পার্থ বড়ুয়ার কণ্ঠে পরিবেশিত হয়।
পৌনে এক ঘণ্টার এ অনুষ্ঠান শুরু হয় রাশিদ খানের কথা ও সুরে ‘নিভে যাবে’ গানের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে নন্দিত কবি রুদ্র গোস্বামীর জনপ্রিয় কবিতা ‘কেউ একটা তো চাই’ রাশিদ খানের আরোপ করা সুরে গান হিসেবে আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশিত হয়। এরপর আরও তিনটি গান পরিবেশন করেন রাশিদ খান। এগুলো হলো ‘হিমু’, ‘বুড়ো প্রেম’, ‘একটু নষ্ট হতে দাও’। সবশেষে রাশিদ খানের কথা ও সুরে পার্থ বড়ুয়ার ‘বিনিময়’ গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। আইপিডিসি আমাদের গান ইউটিউব চ্যানেলে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরিজিনালস’ শিরোনামে পুরো মিউজিক শোটি রয়েছে। আগ্রহী দর্শক-শ্রোতা যেকোনো সময়ে উপভোগ করতে পারেন অনুষ্ঠানটি। বিজ্ঞপ্তি