কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে মুজিব চিরঞ্জীব ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আজ ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এরপর মুজিব চিরঞ্জীব ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে শোনানো হয় বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

আলোচনা সভায় যোগ দিয়ে উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, আজ ৫৩ বছর পরও বঙ্গবন্ধুর সেই ভাষণে মানুষ শিহরিত হয়। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানায়।  

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দালিব ইলিয়াস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার এবং অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ী।

আলোচকেরা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, এক ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের দলিল। বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে শামিল হয়ে লড়েছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। তাই আজও বঙ্গবন্ধু অমর। তিনি বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে চিরদিন।

আলোচনায় অতিথিরা তুলে ধরেন স্বাধীনতার জন্য  বঙ্গবন্ধু শেখ মুজিবের মহান ত্যাগ ও অবদানের নানা কথা।