শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলন
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তন সম্মিলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুল হক, কোষাধ্যক্ষ শামসুন নাহার, প্রকৌশল বিভাগের ডিন হোসনে আরা রহমান, সরকার ও রাজনীতি বিভাগের প্রধান ও আইকিউএসির পরিচালক ডক্টর ইয়াসমীন আহমেদসহ শিক্ষক ও কর্মকর্তারা।
সংগীত বিভাগের শিক্ষক লিলি ইসলামের উপস্থাপনা ও ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন প্রদীপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। ছিল আলোচনা পর্ব। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে এক মিলনমেলায় পরিণত হয়।