২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর: তাজুল ইসলাম

নতুন বছরের প্রথম দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ ব্রিফিং করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামছবি: বাসস থেকে নেওয়া

যারা ঘৃণ্য অপরাধ করেছে, ২০২৫ সাল সেসব অপরাধীর বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বুধবার খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ ব্রিফিংয়ে তাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তাজুল বলেন, ছাত্র–জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসনমুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, ১৬ বছর ধরে বাংলাদেশে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে, তার ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োজন একটি সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্তকার্য। সে তদন্তকার্য এখন চলমান আছে। তদন্তকার্য সমাপ্ত হওয়ার সঙ্গে বিচারপ্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে।

নতুন বছরের প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি আশাবাদ হচ্ছে, ২০২৫ সাল হবে যারা ঘৃণ্য অপরাধ করেছে, সেই সব অপরাধীর বিচারের বছর। সে আকাঙ্ক্ষা সামনে রেখে কাজ করে চলছি।’