সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সংবর্ধনা, নারীদের স্বপ্ন ও প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার দৃপ্ত প্রত্যয়ের ভেতর দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করল প্রথম আলো।
বরাবরের মতোই আজ শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো তার নারী কর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি– ভবন মিলনায়তনে। এ আয়োজনে সহায়তা দিয়েছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সেবা কার্যক্রম সিটিআলো। অনুষ্ঠানের প্রথম আলোর ও সিটি ব্যাংকের নারী কর্মীরা ছাড়াও দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগণ্য নারী ব্যক্তিত্ব, শিক্ষক, উদ্যোক্তা, চিকিৎসক, ক্রীড়াবিদ,শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের নারীরা অংশ নেন। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সমতা ক্ষমতায়ন অধিকার, কন্যা নারী সবার’।
এবার আন্তর্জাতিক নারী দিবস পড়েছে পবিত্র মাহে রমজানে। সে কারণে ভিন্নভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘আজ যখন এখানে আমরা নারী দিবসের অনুষ্ঠান করছি, তখন হয়তো দেশের কোথাও না কোথাও কোনো কন্যা রাজপথে হেনস্তার শিকার হচ্ছেন, কোনো নারী গণপরিবহনে নিগৃহীত হচ্ছেন, কোথাও সহিংসতার শিকার হচ্ছেন। এই মুহূর্তে মাগুরায় পাশবিকতার শিকার সেই শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতিতে এই আয়োজনের মধ্য দিয়ে নারীদের জন্য একটি নিরাপদ সমাজ নির্মাণের প্রত্যাশাকেই তুলে ধরতে চাই।’
অনুষ্ঠানের ছিল কয়েকটি পর্যায়। প্রথমে সফল নারীদের সংবর্ধনা। তাঁদের মধ্যে পোশাক তৈরির প্রতিষ্ঠান মানাস ও রেস্তোরাঁ সঞ্চয়িতার উদ্যোক্তা ফায়জা আহমেদ, প্রসূতিদের সেবাদানকারী ও নাগরিক কমিটির সদস্য ডা. মাহমুদা মিতুকে সংবর্ধনা দেওয়া হয়। সংগীতশিল্পী কৃষ্ণকলি তাঁদের ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে ইউটিউবার ও অভিনয়শিল্পী কারিনা কায়সারকে অভিনন্দন জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। কৃতী নারীদের মধ্যে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, কৃষি ব্লগার উম্মে কুলসুম পপি ও বন অধিদপ্তরের ফরেস্টার মিতা তঞ্চঙ্গ্যা ঢাকার বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এরপর ‘আয়রনম্যান’ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়ার ও দেশের প্রথম নারী স্কুবাডাইভার জান্নাতি হোসেনের সংবর্ধনা। তাঁদের অভিনন্দন জানান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু।
প্রাণীর প্রতি মমতায় বিশেষ ভূমিকা রেখেছেন ডা. রাফিয়া আলম। তাঁকে অভিনন্দন জানান অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।
শেষে ছিল প্রথম আলো ট্রাস্টের সহায়তায় শিক্ষাবৃত্তি নিয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষে পেশাগত জীবন শুরু করা দুই অদম্য মেধাবীকে সংবর্ধনা। তাঁদের মধ্যে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খায়রুম ইসলাম ও এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানিয়া আক্তার। তাঁদের অভিনন্দন জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ বলেন, প্রথম আলোর এই আয়োজনের সঙ্গে তাঁরা অংশ নিতে পেরে আনন্দিত। সিটি ব্যাংক তাদের সিটিআলো নামের বিশেষ সেবার মাধ্যমে নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ভূমিকা রাখছে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো ২০১৬ সাল থেকে নারী দিবসের এই অনুষ্ঠান করছে। প্রথম আলোর লক্ষ্য হলো সমাজের সব শ্রেণির মানুষকে তাদের অগ্রযাত্রায় সহায়তা করা। বাংলাদেশের সাফল্যে, দেশের মানুষের সাফল্যে ভূমিকা রাখা। অনুপ্রাণিত করা। এই অনুষ্ঠানও সেই লক্ষ্য থেকেই করা হয়েছে।
ইফতারের আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।