আবারও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল বাংলাদেশের আরাফাত

ফিনল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করার পর মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। আজ রোববার বিকেলে
ছবি: আরাফাতের সৌজন্যে

বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ সম্পন্ন করলেন। ফিনল্যান্ডের লাহটিতে আজ রোববার আয়রনম্যানের বিশ্ব আসরে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে আরাফাত সময় নেন ৪ ঘণ্টা ৫৭ মিনিট ৫৯ সেকেন্ড। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরাফাতের সময় লেগেছিল ৫ ঘণ্টা ১৫ মিনিট।

ফিনল্যান্ডের লাহটিতে আজ সকালে এই প্রতিযোগিতা শুরু হয়। সাঁতার, সাইক্লিং ও দৌড় নিয়ে যে খেলা, সেই ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০ দশমিক ৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেগুলোর ফলাফলের ভিত্তিতে ট্রায়াথলেটরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। আয়রনম্যান কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অ্যাপ থেকে জানা যায়, আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দেশের ৩ হাজার ৩৬২ ট্রায়াথলেট অংশ নেন। সবার মধ্যে আরাফাতের অবস্থান ১ হাজার ৭৫৯তম। নিজের বয়স শ্রেণিতে (৩০-৩৪ বছর) তাঁর অবস্থান ৩৪৪তম।

আরও পড়ুন

আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করার পরপরই মুঠোফোনে প্রথম আলোকে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বলেন, আজ এখানে আবহওয়া বেশ শীতল ছিল। জোরালো বাতাসের সঙ্গে বৃষ্টিও ছিল। তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরও এটি সম্পন্ন করে আনন্দ পেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে ফিনল্যান্ডপ্রবাসী অনেক বাংলাদেশি এই প্রতিযোগিতা দেখতে এসেছিলেন। বাংলাদেশি এক স্বেচ্ছাসেবকও ছিলেন। ফলে প্রতিযোগিতা শেষ করার পর উদ্‌যাপনটা ভালো হয়েছে।

লাহটির ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হ্রদের পানিতে প্রতিযোগিতার প্রথম ভাগ ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার শেষ করতে আরাফাতের সময় লেগেছে ৩৬ মিনিট ১৪ সেকেন্ড। এরপর ৯০ কিলোমিটার সাইকেল চালনায় আরাফাত সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩৪ মিনিট ৫ সেকেন্ড। আর ২১.১ কিলোমিটার দূরত্বের দৌড় শেষ করেছেন ১ ঘণ্টা ৩৫ মিনিট ৩৮ সেকেন্ডে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাঁতার শুরুর আগে আরাফাত
ছবি: আরাফাতের সৌজন্যে

আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফলাফলে শীর্ষ তিনটি স্থানেই আছেন জার্মানির ট্রায়াথলেটরা। ৩ ঘণ্টা ৩২ মিনিট ২২ সেকেন্ড নিয়ে প্রথম স্থানটি অর্জন করেছেন রিকো বোগেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই জার্মান এফ ফাঙ্ক (৩ ঘণ্টা ৩৩ মিনিট ২৬ সেকেন্ড) ও জে স্ট্রাটমান (৩ ঘণ্টা ৩৪ মিনিট ১১ সেকেন্ড)।

আরাফাত গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই আরাফাত নির্দিষ্ট চ্যালেঞ্জ সম্পন্ন করেছিলেন। আজ ফিনল্যান্ডে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হলেন তিনি।

পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৬ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ এ পর্যন্ত ৯টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন তিনি। এবার এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট পাঁচজন অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।