জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে জি ৭–ভুক্ত দেশগুলোকে আহ্বান

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার মানববন্ধন করেন ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জলবায়ুকর্মীরা
ছবি: সংগৃহীত

জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে জি ৭–ভুক্ত দেশগুলোর (জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তরুণেরা। তাঁরা বলেছেন, জি ৭–ভুক্ত দেশগুলোর উচিত দ্রুততার সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জলবায়ুকর্মীরা এসব দাবি জানান। জাপানের হিরোশিমায় চলমান শিল্পোন্নত সাত দেশের জোট জি ৭–এর সম্মেলন সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্ব এখন জলবায়ু ও জ্বালানিসংকটে ভুগছে। আমাদের নবায়নযোগ্য শক্তিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করতে হবে। জি ৭–ভুক্ত দেশগুলোর মতো বিশ্বনেতাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করতে হবে।’

এ সময় কপ–২৮ জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্টের পরামর্শক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক বলেন, ‘জলবায়ু সংকট শুধু ভবিষ্যতের জন্য একটি বিমূর্ত হুমকি নয়; বরং এটি ইতিমধ্যেই বাংলাদেশ এবং সারা বিশ্বের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে ব্যক্তি, প্রতিষ্ঠান সবাইকে কাজ করতে হবে।