লক্ষ্মীপুরে ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত ঘরে চাপা পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা হাওয়ায় বিধ্বস্ত একটি টিনশেড ঘরে চাপা পড়ে পুষ্প আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ওই শিশুর নানি। আজ সোমবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুষ্প আক্তার স্থানীয় চণ্ডীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। নানার বাড়িতে থেকে সে পড়াশোনা করে আসছিল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে এলাকায় প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই টিনশেডের ওই ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় পুষ্প আক্তার ও তার নানি হোসনে আরা বেগম বিধ্বস্ত ঘরের ভেতরে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন মৃত অবস্থায় পুষ্প আক্তার ও আহত অবস্থায় হোসনে আরাকে উদ্ধার করেন।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান পুষ্প আক্তারের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে জেলায় প্রায় ৩০০ কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঝড়ে বিধ্বস্ত একটি ঘরে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়।

এদিকে গতকাল রোববার দিবাগত রাত থেকে পুরো লক্ষ্মীপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলায় বিদ্যুতের কয়েক লাখ গ্রাহক চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।