আইএসইউ ওয়ার্ল্ড কাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে ‘আইএসইউ ওয়ার্ল্ড কাপ জিনিয়াস’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। গত মঙ্গলবার রাজধানীর মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ কে এম মোশাররফ হুসাইন, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান, উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় নটর ডেম কলেজকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন কলেজ। ৯৮ রান করে টুর্নামেন্ট সেরা জিনিয়াস হয়েছে নটর ডেম কলেজের হামিম আদনান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল যথাক্রমে ৩০ হাজার ও ১৫ হাজার এবং টুর্নামেন্ট সেরা জিনিয়াস পেয়েছে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে আইএসইউ। বিশ্ববিদ্যালয়ের হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরীর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আইএসইউ ওয়ার্ল্ড কাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার অংশীদার ছিল যমুনা ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেড, জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা বাংলাদেশ, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ও এক্সিলেন্স বাংলাদেশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।