রাজধানীতে অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ফাইল ছবি

রাজধানীর কয়েকটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। তিনি বলেন, যদি কোনো নাশকতার ঘটনা থাকে, তাহলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।

এদিকে বিপণিবিতানগুলোতে লাগা আগুন নাশকতা কি না, সেটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন। আজ সকালে ঢাকা নিউ সুপার মার্কেট এলাকায় এক ব্রিফিংয়ে তিনি এই অনুরোধ জানান। বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগছে, এটা নাশকতা কি না—এমন প্রশ্নের জবাবে মো. মাইন উদ্দিন বলেন, ‘একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না, এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব।’