ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ভোটার শিক্ষা ও বিরোধ নিস্পত্তিতে বিশেষজ্ঞ সহায়তা দেওয়া হবে। এছাড়া, বাংলাদেশে একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউর অগ্রাধিকার তালিকায় রয়েছে।