এইচএসসিতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের শতভাগ পাস

ফল প্রকাশের পর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ঢাকা, ২৬ নভেম্বরছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৩ জন।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩০২ শিক্ষার্থী। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৭৫ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। মানবিক বিভাগ থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশ নেয়, পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই সাফল্যের দাবিদার। শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতায় সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে কলেজ।

মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, মাইলস্টোন কলেজ নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে গুণগত মানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফল অর্জনের প্রধান উপাদান।

উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা যেন ভবিষ্যৎ জীবনে আরও সফল হন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেন।