মজবুত বাড়ি কীভাবে নির্মাণ করা যায়

স্বল্প ব্যয়ে মজবুত ও নান্দনিক ভবন নির্মাণে প্রকৌশলী ও স্থপতির প্রয়োজন; কিন্তু এ সচেতনতা আজও আমাদের মধে৵ গড়ে ওঠেনি। আমরা অনেকেই ভবনের কাঠামোগত নকশা প্রণয়নে অর্থ বাঁচাতে প্রকৌশলীর শরণাপন্ন হই না। অপর পক্ষে দীর্ঘমেয়াদি একটি স্থাপনা নির্মাণে পরিবেশ ও নান্দনিকতার প্রশ্নে
কোনো স্থপতির সহযোগিতার বিষয়টি আমাদের মাথায় নেই। সচেতনতার অভাবে
রাজমিস্ত্রির মাধ্যমে আমরা ভবন নির্মাণ করি লাখ–কোটি টাকা ব্যয়ে। কেবল দায়সারা গোছের একটি ভবন পেয়েই মালিকপক্ষকে খুশি হতে হয়।

মজবুত পাকা বাড়ি নির্মাণে নির্দেশিত কংক্রিট ও রডের ব্যবহার অপরিহার্য। নির্দিষ্ট অনুপাতে পাথর বা খোয়া, বালু, সিমেন্ট ও পানির মিশ্রণে তৈরি কংক্রিট সংকোচনে সবল, কিন্তু টানে (টেনশন) দুর্বল। কংক্রিটের এই দুর্বলতা পূরণ করতে ঢালাইয়ের কাজে রড বা স্টিল ব্যবহার করা হয়। কারণ, রড বা স্টিল টান বহন করতে সক্ষম ও সবল। পদার্থের এই গুণাগুণকে উপজীব্য করেই মজবুত পাকা বাড়িতে কংক্রিট ও রড বা ইস্পাত ব্যবহারের মাধ্যমে ভিতসহ কাঠামো গড়ে ওঠে। মূলত এই কাঠামোই বায়ুচাপ, ভূমিকম্পসহ সার্বিক লাইভ লোড বহন করে। কাঠামো এসব লোডে সহনশীল হলেই কেবল মজবুত পাকা বাড়ি নির্মাণ করা যায়। তবে অবশ্যই কংক্রিট ও রডের যথাক্রমে আদর্শ সংকোচনশক্তি এবং টানশক্তি পরীক্ষাগারে নিশ্চিত করতে হয়।

মজবুত পাকা বাড়ির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবকাঠামো তথা গভীর (ডিপ) ও অগভীর (শ্যালো) ভিত, যা নির্মাণস্থলের মাটির গুণাগুণের ওপর নির্ভর করে বা চূড়ান্ত করা হয়। মাটির গুণাগুণ তথা মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত করা হয়। অবকাঠামো কিংবা উপরিকাঠামো উভয় ক্ষেত্রেই বাড়ি মজবুত করতে বিভিন্ন কোড (বিএনবিস, এসিআই) সমন্বয়ে কংক্রিটের সঙ্গে ব্যবহার করা হয় কাঠামোর বিভিন্ন অঙ্গে নির্দেশিত গ্রেডের বিভিন্ন আকারের রড বা স্টিল।

মো. আবদুল আজিজ
তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিভাগীয় প্রধান, প্রকৌশল বিভাগনারায়ণগঞ্জ সিটি করপোরেশন

ফাউন্ডেশন

স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং ও ম্যাট ফাউন্ডেশনে সাধারণত প্রধান রড হিসেবে ১২, ১৬, ২০ বা ২৫ মিলিমিটার (ডিজাইন অনুযায়ী) রড এবং ক্ষেত্রবিশেষে বিতরণ রড বা সংকোচন (শ্রিংকিং) রড হিসেবে ১০ বা ১২ মিলিমিটার রড ব্যবহার করা হয়।

অপর পক্ষে পাইল ফাউন্ডেশনে এর ব্যাসভেদে ১৬, ২০ বা ২৫ মিলিমিটার রড ব্যবহার করা হয় এবং টাই বা স্টিরাপ হিসেবে ব্যবহৃত হয় ৮ থেকে ১০ মিলিমিটার রড।

 কলাম (ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার)

কলামে সাধারণত উল্লম্ব বা খাড়া রড হিসেবে ১৬, ২০, ২৫ মিলিমিটার বা বেশি ব্যাসের (দালানের প্রকৃতি, উচ্চতা ও লোড অনুযায়ী) রড ব্যবহৃত হয়। স্টিরাপ বা টাই হিসেবে ব্যবহৃত হয় ৮ বা ১০ মিলিমিটার ব্যাসবিশিষ্ট রড।

 বিম (হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার)

বিমে অনুভূমিক রড হিসেবে সাধারণত ১৬, ২০, ২৫ মিলিমিটার বা বেশি ব্যাসের রড ব্যবহৃত হয়। স্টিরাপ বা টাই রড হিসেবে ব্যবহৃত হয় সাধারণত ৮ বা ১০ মিলিমিটারের রড।

ছাদ

একমুখী ছাদ বা স্লাবে প্রধান রড নিচে ও বাইন্ডার রড লম্বা দিকে ওপরে বাঁধতে হয়। নকশা অনুসারে রড বা স্টিলের ব্যাস হয় ১০ বা ১২ মিলিমিটার। অপর পক্ষে দ্বিমুখী (টু–ওয়ে) ছাদে খাটো ও লম্বা উভয় দিকে ১০ থেকে ১২ মিলিমিটার ব্যাসের রড এবং সাপোর্টে এক্সট্রা টপ হিসেবে নকশা একই ব্যাসবিশিষ্ট রড ব্যবহার করারও প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, বাড়ি নির্মাণে কাঠামোগত ডিজাইনের প্রতিটি অংশে কংক্রিট ও রড বা স্টিলের পরিমাণ নির্ভর করে ভবনের ধরন, প্রকৃতি ও আরোপিত বিভিন্ন ধরনের লোডের ওপর। আর এটি বিষয়ভিত্তিক বলে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়া সঠিকভাবে নিরূপণ করা কঠিন। তাই তো মজবুত, নান্দনিক ও অর্থসাশ্রয়ী পাকা বাড়ি নির্মাণে পেশাদারত্বসম্পন্ন স্থপতি ও পুরকৌশলীর আবশ্যকতা অনস্বীকার্য।

ই–মেইল: [email protected]

  • মো. আবদুল আজিজ
    তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিভাগীয় প্রধান, প্রকৌশল বিভাগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন