ব্যাংক খাত আরও খারাপের দিকে যাচ্ছে সংসদে জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরছবি: সংগৃহীত

ব্যাংক খাতের অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা জি এম কাদের। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ব্যাংক খাতের অনিয়ম–দুর্নীতি নিয়ে বিরোধী দল প্রতিনিয়ত কথা বলছে; কিন্তু উন্নতি তেমন কিছু হচ্ছে না।

দেশের ব্যাংক খাত যে রুগ্‌ণ ও ধ্বংস হয়ে যাচ্ছে, তার একটি উদাহরণ ‘এনআরবিসি ব্যাংক’ বলেও মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, ব্যাংকটির ১৩ জন পরিচালক গত ৩০ এপ্রিল তাঁকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ব্যাংকটির বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। কিন্তু এ বিষয়ে তাঁর তেমন কিছু করার নেই। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে বিষয়টি সংসদে তুলে ধরছেন।

জাতীয় পার্টির চেয়ারমান নেতা জি এম কাদের বলেন, এনআরবিসি ব্যাংকটি দুর্নীতিতে ডুবে যাচ্ছে। উদ্যোক্তা পরিচালকেরা তাঁকে বলছেন, তাঁরা অনেক টাকা লগ্নি করেছেন। এখন ব্যাংকটি থাকবে কি না, তাঁরা তাঁদের টাকা পাবেন কি না, জানেন না। তাঁরা এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

ব্যাংকের পাশাপাশি বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, ঢাকায় বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো ঘাটতি না হলেও গ্রামে লোডশেডিং বাড়ছে। এপ্রিলের শেষ সপ্তাহে যখন সারা দেশে তীব্র তাপপ্রবাহ ছিল, তখন গ্রামের মানুষ লোডশেডিংয়ের কারণে বেশি ভুগেছেন। কোনো কোনো এলাকায় ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। অথচ বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ (বিদ্যুৎকেন্দ্রের ভাড়া) দেওয়া হচ্ছে। ক্যাপাসিটি চার্জ না দিলে বিদ্যুতের দাম বাড়াতে হতো না।

সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে বারবার সময় নেওয়ারও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, বিলম্বিত বিচার, বিচারহীনতা সৃষ্টি করে।