ঘূর্ণিঝড় হামুন: উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতের নির্দেশ বিটিআরসির

বিটিআরসি

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দেশের উপকূলীয় জেলাসহ অদূরবর্তী দ্বীপচর এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুঠোফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামুনের প্রভাবে দেশের উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, টাপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ অদূরবর্তী দ্বীপচর এলাকাগুলোয় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এতে জনগণের জানমালের ক্ষতিসহ অনেক ভোগান্তির আশঙ্কা থাকে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অপরিহার্য। ঘূর্ণিঝড়কবলিত এলাকায় বিদ্যুতের অভাবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবাও বিঘ্নিত হয়।

বর্তমান পরিস্থিতিতে বিটিআরসি উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক–ব্যবস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছে। অপারেটরদের পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন