ই-বাইক ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদন খাতে ২০০ কোটি টাকা বিনিয়োগের আশা

২০২৫-২৬ অর্থবছরের ঘোষিত বাজেটে সরকার ই-বাইক উৎপাদন এবং লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কছাড় দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্যঘোষিত বাজেটে ই-বাইক উৎপাদন এবং লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কছাড় ৬০ শতাংশ ও ৮০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সবুজ প্রযুক্তি-নির্ভরতা বাড়বে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, শুল্কছাড়ের ঘোষণায় হুয়াওয়ে, টয়োটা, ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলো অন্তত ২০০ কোটি টাকা তাৎক্ষণিক বিনিয়োগের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। ছাড়ের কারণে দেশের জ্বালানি সাশ্রয় হবে। কার্বন নিঃসরণ কমবে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ হবে। রপ্তানিতে বৈচিত্র্য আসবে। কর্মসংস্থান সৃষ্টি হবে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গত ৫ মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে শুল্ক ও মূসক ছাড়ের বিষয়ে একটি আধা সরকারি পত্র দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি তত্ত্বাবধান করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।