অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

মো. জাহাঙ্গীর কবিরছবি: সংগৃহীত

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জাহাঙ্গীর কবিরকে গত বছরের ১৮ আগস্ট ঢাকা বিভাগের ডিআইজি প্রিজনস হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজনস হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। তিনি ২০১৩ সালে সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি পান।

জাহাঙ্গীর কবির কারা সদর দপ্তরে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে তিনি সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁকে কারা উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে বরিশাল বিভাগে বদলি করা হয়।