বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’–এর প্রথম সংস্করণ খুঁজছে মুক্তিযুদ্ধ জাদুঘর

‘সুলতানা’স ড্রিম’-এর প্রথম সংস্করণের প্রথম পৃষ্ঠার এ ছবি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

বেগম রোকেয়ার লেখা বই ‘সুলতানা’স ড্রিম’–এর প্রথম সংস্করণ জরুরি ভিত্তিতে খুঁজছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ইতিহাসের উপকরণ আহরণ ও উপস্থাপনের লক্ষ্যে যেকোনো লাইব্রেরি বা ব্যক্তির কাছে বইটি থাকলে জানানোর আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

১৯০৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় ইংরেজি ভাষার বই ‘সুলতানা’স ড্রিম’। এর লেখক রোকেয়া এস হোসেন। ৫৪ কলেজ স্ট্রিট থেকে এস কে লাহিড়ী অ্যান্ড কোম্পানি প্রকাশিত ৩৮ পৃষ্ঠার এ বইয়ের মূল্য ছিল ৪ আনা।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বইটির প্রথম সংস্করণ কারও কাছে থাকলে [email protected] অথবা ০২–৪৮১১৪৯৯১–৩ ফোন নম্বর বা চন্দ্রজিৎ সিংহের ০১৭১২–২৭২৬০২ নম্বরে যোগাযোগ করা যাবে।