রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

ভাষার মাসে দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা বিষয়ের প্রতিযোগিতা ‘আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড’। আজ শনিবার রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০টি শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের ওপর রচনা লেখা, আবৃত্তি, নাচ, গান, চিত্রাঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতায় অংশ নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বয়সের ভিত্তিতে করা বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানের শুরুতে হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, ‘বাংলা অলিম্পিয়াড ইংরেজি মাধ্যম ও ভার্সনের শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও এখন অনেক অগ্রসর। ধারাবাহিকভাবে এই আয়োজন টানা এক যুগ ধরে করতে পারায় আমরা আনন্দিত ও গর্বিত।’

প্রতিযোগিতার সমন্বয়ক কামরুল আহসান বলেন, ‘এ প্রতিযোগিতা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জীবন ও দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁদের যে ভীতি ও বিতৃষ্ণা ছিল, এ প্রতিযোগিতার মাধ্যমে তা অনেকটাই কেটে গেছে।’

করোনা পরিস্থিতিতে গত দুবছর শিক্ষার্থীরা সশরীর প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। তখন অনলাইনে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। এবারের বাংলা অলিম্পিয়াডের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ১১ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এবারের বাংলা অলিম্পিয়াড আয়োজনে উপদেষ্টা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতার বিচারক ছিলেন একুশে পদকজয়ী মনোরঞ্জন ঘোষাল, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, রূপা চক্রবর্তী, রেজিনা ওয়ালী, নৃত্যশিল্পী লায়লা হাসান, সাজু আহমেদ, সামিনা হোসেন, সংগীতশিল্পী চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, প্রিয়াঙ্কা গোপ এবং সরকারি সংগীত কলেজের শিক্ষক কমল খালিদ ও ইউনুসুর রহমান প্রমুখ।