মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে আগামীকাল ‘পার্বণ নবান্ন উৎসব’
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘পার্বণ নবান্ন উৎসব ২০২৩’। প্রথম আলো ডটকমের সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে।
ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরি গ্রামের রামেশ্বরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালীগঙ্গা নদীর পাড়ে উৎসব প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন।
উৎসবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মীর সাব্বির, ‘নয়া দামান’খ্যাত সংগীতশিল্পী তসিবা বেগম, মীরাক্কেলখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার। আয়োজনটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ।
তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী থাকবে স্থানীয় শিল্পীদের গাজী-বাউল-বৈঠকি ও প্রচলিত গানের পরিবেশনা। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন খাবারের স্বাদের খোঁজ নেবেন জনপ্রিয় ফুডব্লগার।
থাকবে পার্বণ চালে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলির স্টল। এ ছাড়া থাকবে চানাচুর, মিষ্টি, মনিহারি, কুটির শিল্প, কসমেটিকস, মাটির তৈরি খেলনা, প্রাকৃতিক কৃষির চাষিদের নিরাপদ খাদ্য, গ্রাম গবেষণা পাঠাগার ইত্যাদির স্টল।
সর্বসাধারণের জন্য উৎসবে প্রবেশ উন্মুক্ত। আসা দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন গ্রাম্য খেলা এবং কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার। পার্বণ নবান্ন উৎসব চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।