আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

জাতীয় প্রেসক্লাবে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে মতবিনিময় সভা করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। ঢাকা, ২৮ ডিসেম্বরছবি: প্রথম আলো

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চাইলেন সাংবাদিক নেতারা। পাশাপাশি তাঁরা আওয়ামী লীগের পক্ষে স্লোগানও দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়’ আয়োজন করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সাংবাদিক নেতারা ভোট চান। বাহাউদ্দিন নাছিমের পক্ষে প্রচার চালাতে এই মতবিনিময় সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

ঢাকার তোপখানা রোডে অবস্থিত প্রেসক্লাব পড়েছে ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায়। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চান অনুষ্ঠানের সভাপতি ও দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাহাউদ্দিন নাছিমকে আগাম অভিনন্দন জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা আগাম অভিনন্দন জানাতে পারি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। হবু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, সে জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে আমরা আগাম অভিনন্দন জানাই। আগাম অভিনন্দন জানাই বাহাউদ্দিন নাছিমকে। ঢাকা-৮ আসন থেকে ইনশা আল্লাহ নির্বাচিত হতে যাচ্ছেন।’

বাহাউদ্দিন নাছিম এই আসনে (ঢাকা-৮) সংসদ সদস্য হবেন তা নিশ্চিত—এমনটা দাবি করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিনি (বাহাউদ্দিন নাছিম) আমাদের অত্যন্ত কাছের মানুষ। এই এলাকার যাঁরা ভোটার, তাঁরা তো ভোট দেবেনই। আপনাদের (সাংবাদিক) হাতে কলম আছে, ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, আপনাদের হাতে অনেক ক্ষমতা। আপনারা সেভাবেই বাহাউদ্দিন নাছিমকে তুলে ধরবেন।’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং সময়ে পড়েছে। এখানে নৌকার বিজয় অবধারিত করা ছাড়া উপায় নেই।  

সাংবাদিকদের দল নেই উল্লেখ করে অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমি নিজে রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগ করি, আমার আদর্শের কথা বলি। কিন্তু সাংবাদিকদের কোনো দলের কর্মী হিসেবে, সমর্থক হিসেবে দেখি না। তবে আমাদের প্রত্যাশা থাকে আমাদের কথা, সংবাদ, স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দিক।’

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘আমি নির্বাচিত হয়ে গেছি, এ কথা যাঁরাই বলেন না কেন আমি বিশ্বাস করি না। আমি মনে করি, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। ৭ জানুয়ারির ভোটের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণিত হবে জয়লাভ করব কি না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।