শহীদজায়া সারা আরা মাহমুদ আর নেই

সারা আরা মাহমুদ
ছবি: সংগৃহীত

ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সারা আরা মাহমুদ আজ রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁর ইস্কাটনের বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ, জামাতা সাঈদ হাসান, তিন ভাই, দুই বোনসহ অনেক আত্মীয় ও সুহৃদ রেখে গেছেন।

সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন। হানাদার পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ৩০ আগস্ট সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি আর ফিরে আসেননি।

আগামীকাল সোমবার বাদ জোহর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে সারা আরা মাহমুদের জানাজা হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।