সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সিসিটিভি ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে স্যুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য

কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাটের বাইরে সিসি ক্যামেরা ধরা পড়া এই ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ
ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাট থেকে দুজনকে স্যুটকেস নিয়ে বের হতে দেখা গেছে। তাঁরাই আনোয়ারুল আজীমকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রক্তের দাগ পেয়েছিল পুলিশ। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, আনোয়ারুলকে হত্যা করে তাঁর দেহ কেটে টুকরা টুকরা করে কলকাতা শহরের বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

বিস্তারিত পড়ুন...

রেমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, বললেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক

ছবি: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পরিচালক মো. আজিজুর রহমান শুক্রবার বিকেলে প্রথম আলোকে এ কথা জানান। রোববার সন্ধ্যায় এ ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তিনি। আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বিস্তারিত পড়ুন...

কান কাটা গিয়েছে, যায়নি

প্রথমে অপমানবিষয়ক কৌতুকটা বলে নিই। আপনারা জানেন। তবুও আজকের দিনে এটাই প্রাসঙ্গিক। গ্রামের এক লোক মাতব্বরকে নালিশ করছে, ওরা আমাকে হাটের মধ্যে জুতা দিয়ে পিটিয়েছে, কানে ধরে ওঠবস করিয়েছে, আবার বলেছে, সামনের দিনে আমাকে অপমান করবে! মাতব্বর সাব, মারধর সহ্য করা যায়, অপমান তো সহ্য করতে পারব না।

বিস্তারিত পড়ুন...

ভারতের গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ, রাশিয়া ও পাকিস্তানের প্রসঙ্গ টানলেন কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল
ছবি: কেজরিওয়ালের ফেসবুক পেজের ভিডিও থেকে নেওয়া

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি তাঁর কারাগারে যাওয়া, ভারতের গণতন্ত্র, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তাঁর সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিস্তারিত পড়ুন ...

বাংলাদেশকে ধবলধোলাই করেই বিশ্বকাপের প্রেরণা চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাও জিততে চায় যুক্তরাষ্ট্র
ইউএসএ ক্রিকেট

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম। যুক্তরাষ্ট্র ১৯তম। প্রথমটি টেস্ট খেলুড়ে, পরেরটি আইসিসির সহযোগী দেশ। দুটি দলই খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখন এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র যদি একটি ম্যাচও জেতে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে সেটাই দলটির বড় প্রেরণা হওয়ার কথা।

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন