ঘরের বাজারের নতুন সংযোজন উচ্চমানের স্বাস্থ্যকর ‘ক্রিস্টাল মধু’

‘ক্রিস্টাল হানি’ বাজারজাত উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

মানসম্মত পণ্য সরবরাহ এবং গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ প্রতিশ্রুতি বজায় রেখে এরই মধ্যে দেশে সুনাম অর্জন করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’। প্রতিষ্ঠানটির পণ্যতালিকায় এবার যুক্ত হলো উচ্চমানসম্মত ও স্বাস্থ্যকর ‘ক্রিস্টাল হানি’। বাংলাদেশে প্রথমবারের মতো শতভাগ প্রাকৃতিক গুণাবলি ও মানসম্পন্ন এই পণ্যটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্রিস্টাল হানি সর্বোচ্চ গ্রেড এবং সুস্বাদু পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘ক্রিস্টাল হানি’র উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আহসানুল হক স্বপন, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের (পাবনা) সাবেক মহাপরিচালক মো. আমজাদ হোসেন, বিএসটিআইয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার নিলুফা হক, বিসিকের সাবেক মহাব্যবস্থাপক জগদীশ চন্দ্র সাহা, আলওয়ান হানি মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্মকর্তা সায়েদ মোহাম্মদ মাইনুল আনোয়ার, নর্থ বেঙ্গল বি-কিপিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

অনুষ্ঠানে রাসায়নিকমুক্ত এবং উচ্চমানের খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে ঘরের বাজারের সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হয়। ই-কমার্স প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া। অনলাইন কেনাকাটা গতিশীল করার ক্ষেত্রে ‘ঘরের বাজার’ এরই মধ্যে পরিচিতি পেয়েছে গ্রাহকের স্বাস্থ্যের প্রতি যত্নশীল, প্রাকৃতিক ও কোয়ালিটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে। প্রতিষ্ঠানটি দেশের মানুষকে রাসায়নিকমুক্ত সেরা পণ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঘরের বাজারের সাফল্যের পেছনে রয়েছেন এর প্রতিষ্ঠাতা জামশেদ মজুমদার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপক আলোচিত ‘হানি নাট ভিডিও’র মাধ্যমে তিনি পরিচিতি পান।  

উদ্বোধনী অনুষ্ঠানে জামশেদ মজুমদার বলেন, ‘আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহার করা চিনির পরিবর্তে ক্রিস্টাল হানি একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রতিদিনের খাবারে ক্রিস্টাল হানি যুক্ত করা শুধু স্বাদই বাড়াবে না বরং সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।’

ঘরের বাজারের সহপ্রতিষ্ঠাতা মো. নাজমুস সাকিব বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে টেকসই এবং শীর্ষস্থানীয় পণ্য সরবরাহ করে বাজারে নেতৃত্ব দেওয়া। ঘরের বাজার ধারাবাহিকভাবে ব্যতিক্রমী পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য নিবেদিত।’

অনুষ্ঠানে জানানো হয়, নিজেদের বিশেষ অনলাইন স্টোরের মাধ্যমে বিভিন্ন ধরনের জৈব শুকনা ফল, বাদাম, বীজ ও খাঁটি মধু সরবরাহ করা নিয়ে কাজ করছে ঘরের বাজার। গুণগত মান নিশ্চিত করা, নিরাপত্তার স্বার্থে এবং ব্র্যান্ডভ্যালু বজায় রাখতে প্রতিটি পণ্য সতর্কতার সঙ্গে বেছে নেওয়া হয়।

বিশ্বের যেকোনো দেশ থেকে ‘ক্রিস্টাল হানি’ অর্ডার করার জন্য ভিজিট করুন www.ghorerbazar.com অথবা ভিজিট করুন ফেসবুক পেজ https://www.facebook.com/Ghorerbazarbd.comm