আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা পৌর কর পরিশোধ না করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

বারবার তাগাদা দেওয়া ও তলব করার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌর কর পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর গতকাল বুধবার এ আদেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য ৩০ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা দক্ষিণ সিটি বলছে, ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা পৌরকর পরিশোধ করেনি আজাদ প্রোডাক্টস।