সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানছবি: সামিট গ্রুপ

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাঁর পরিবারের ১১ জন সদস্যের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আজিজ খান ও তাঁর পরিবারের সদস্য মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দিন খান, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান, সালমান খান ও মোহাম্মদ ফারুক খানের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে গত বছরের ৬ অক্টোবর পর্যন্ত ৪১ কোটি ৭৪ লাখ টাকা জমা থাকার তথ্য জানিয়েছে দুদক।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সামিট গ্রুপ ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগসহ মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আজিজ খান ও তাঁর পরিবারের ১১ জন সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

এর আগে গত বছরের ৬ অক্টোবর আজিজ খানসহ তাঁর পরিবারের ১১ জন সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।