রাজধানীতে শুরু হচ্ছে ‘ইউকে এডুকেশন এক্সপো’

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউকে এডুকেশন এক্সপো–২০২২’। দুই দিনব্যাপী এই এডুকেশন এক্সপোর আয়োজন করেছে বিডি এক্সপার্ট এডুকেশন ও ফেয়ার কনভেনার। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর বনানীর হোটেল সারিনায় এডুকেশন এক্সপোর প্রথম দিন অনুষ্ঠিত হবে। একই স্থানে এক্সপোর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। দুটি পর্বই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা যেকোনো সময় প্রবেশ ও বের হতে পারবেন।

যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা এডুকেশন এক্সপোয় বিনা মূল্যে অংশ নিতে পারবেন। থাকবে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। পাশাপাশি আগামী সেশনে (২০২৩) ভর্তির জন্য সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিতে এবং দ্রুত অফার লেটার পেতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করবে বিডি এক্সপার্ট এডুকেশন।

ইউকে এডুকেশন এক্সপো–২০২২–এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে লিংক থেকে। এক্সপো–সংশ্লিষ্ট তথ্যের জন্য দুটি হটলাইট নম্বর (০১৭৫৭৫৩৬২১৭ ও ০১৭০৭৭৭৭১১৮) চালু করা হয়েছে। এ ছাড়া আয়োজকদের ই–মেইল ([email protected]) করেও বিস্তারিত তথ্য জানার সুযোগ রয়েছে।