রংপুর ও বরিশাল বিভাগের ৯২২টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ
রংপুর ও বরিশাল বিভাগের অবৈধ ৯২২টি ইটভাটা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আবেদনকারী পক্ষ জানায়, সারা দেশে থাকা অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২২ সালের ১০ সেপ্টেম্বর একটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে ব্যবস্থা নিতে সব বিভাগের বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে বরিশাল ও রংপুর বিভাগীয় কমিশনার প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের পর আগের রিটের ধারাবাহিকতায় এইচআরপিবি সম্পূরক আবেদনটি করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে ১২২টি ও রংপুর বিভাগে ৮০০টি—সব মিলিয়ে ৯২২টি অবৈধ ইটভাটা এখনো রয়েছে বলে প্রতিবেদনে এসেছে। অবৈধ ইটভাটাগুলো সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে বিভাগ দুটি ব্যর্থ হয়েছে। এ কারণে অবৈধ ৯২২টি ইটভাটা উচ্ছেদের জন্য নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করেছে এইচআরপিবি। আদালত ৯২২টি অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে উচ্ছেদ করে আগামী ২৫ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করতে বরিশাল ও রংপুর বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন।